ইউক্রেনে হামলা করলে রাশিয়ার গ্যাস লাইন বন্ধের হুমকি বাইডেনের

|

ছবি: সংগৃহীত

রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে তাহলে রাশিয়ার প্রধান একটি গ্যাস পাইপলাইন বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নর্ড স্ট্রিম ২ নামে পরিচিত এই পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানিতে যাওয়ার কথা রয়েছে। অবশ্য এই পাইপলাইনটি এখনও চালু হয়নি। খবর সিএনএনের।

সোমবার (৭ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সাথে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন এ কথা বলেন।

জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিয়েভে হামলা মস্কোর জন্য বিশাল ভুল সিদ্ধান্ত হবে, আর প্রেসিডেন্ট পুতিন নিজেও সে কথা ভালো করে জানেন। হামলার ঝুঁকির কারণে ইউক্রেনে অবস্থানরত মার্কিনদের দেশটি ছাড়ার পরামর্শও দেন তিনি।

বাইডেন বলেন, পুতিন হয়তো নিজেও জানেন না, তিনি আসলে কী করতে চান। আমার মনে হয় তার জানা উচিত। ইউক্রেনের পথে হাঁটা তাদের জন্য চরম ভুল সিদ্ধান্ত হবে। ইউরোপ ও বিশ্বের জন্য তা ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনবে। আগ্রাসনের জন্য চড়া মূল্য দিতে হবে তাদের।

উল্লেখ্য, ১১ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে ১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি নির্মাণ করতে রাশিয়ার পাঁচ বছর সময় লেগেছে। বাল্টিক সাগরের নিচ দিয়ে এবং ইউক্রেনের ভেতর যাওয়া এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে আরও বেশি পরিমাণে গ্যাস রফতানি করতে চায় মস্কো। তবে গ্যাস পাইপলাইনটি এখনও চালু হয়নি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply