অনলাইন প্লাটফর্মে কথিত ‘জ্বিনের বাদশা’ সেজে প্রতারণা করে হাতিয়ে নিতো টাকা। এমন একটি সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এক বিফ্রিংয়ে এ তথ্য জানানো হয়।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার কথা স্বীকার করেছে। চক্রটি জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার সুব্যবস্থা, দাম্পত্য কলহ দূর করা, চাকরিতে পদোন্নতিসহ নানা সমস্যার সমাধানে অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতো। জ্বীনের বাদশা ও পীর দরবেশ সেজে অর্ধ-কোটিরও বেশি টাকা হাতিয়ে নেয় চক্রটি।
Leave a reply