কুড়িগ্রামে উদ্ধারকৃত গো-মূর্তি উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর

|

ছবি: সংগৃহীত।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের বামনটারী গ্রামে পুরাতন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকৃতি কথিত কষ্টিপাথরের গো-মূর্তিটি আদালতের মাধ্যমে কুড়িগ্রামে অবস্থিত উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা কষ্টি পাথরের গো-মূর্তিটি উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সদ্য একুশে পদকে মনোনীত এডভোকেট এসএম আব্রাহাম লিংকনের হাতে তুলে দেন। এসময় পুলিশ বিভাগের একাধিক কর্মকর্তা, উত্তরবঙ্গ জাদুঘরের ট্রাস্টিগণ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলার আসামির যাবজ্জীবন

এর আগে, গত বছরের ১০ জুলাই নাগেশ্বরী থানা পুলিশ ২০ কেজি ওজনের গো-মূর্তিটি উদ্ধার করে কুড়িগ্রাম পুলিশ সুপার অফিসে স্থানান্তর করে। পরে কুড়িগ্রামের বিশিষ্ট নাগরিকগণ ও উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে আদালত গো-মূর্তিটি উত্তরবঙ্গ জাদুঘরে রাখার নির্দেশনা প্রদান করেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply