এসএসসি পরীক্ষা মে মাসে, জুলাইয়ে এইচএসসি; কমছে নম্বর ও সময়

|

চলতি বছরের মে মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুলাইয়ে। ইতোমধ্যে সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শুরু হতে পারে মে মাসের ১৯ তারিখ। আর ১৮ জুলাই এইচএসসি পরীক্ষা শুরু হবে।

সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে এক সভা অনুষ্ঠিত হয়, তাতে দেশের সকল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যোগ দেয়। ওই সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর।

আরও জানা গেছে, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কমে যাচ্ছে সময় ও নম্বর। তিন ঘণ্টার পরিবর্তে পরীক্ষা নেয়া হবে দেড় ঘণ্টায়। পরীক্ষায় পূর্ণমান ১০০ নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে ৫০ নম্বর।

তবে এবার সংক্ষিপ্ত সিলেবাসে ইসলাম ও নৈতিক শিক্ষা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে অন্যান্য বিষয়ের পরীক্ষা হতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply