সুদানে বিবিসির ৩ সাংবাদিক গ্রেফতার

|

ছবি: সংগৃহীত।

সামরিক অভ্যুত্থান বিরোধী আন্দোলনে বর্তমানে উত্তাল সুদান। এনিয়ে খবর সংগ্রহ করতে গেলে বিবিসির তিনজন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদমাধ্যম।

এনিয়ে সংবাদ সংস্থা এপির প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) গ্রেফতার করা হয় বিবিসির এই সাংবাদিকদের। গ্রেফতারের পর সুদানের রাজধানী শহর খার্তুমের একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয় তাদের। পরে ওইদিনই গভীর রাতে ছেড়ে দেয়া হয় তিন সাংবাদিককে। যদিও তাদের কোনো পরিচয় প্রকাশ করেনি বিবিসি। সুদান সরকারের পক্ষ থেকেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।

আরও পড়ুন: আফগানিস্তানে আইএস নেতার তথ্য দিলেই মিলবে ১ কোটি ডলার পুরস্কার

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোককে উৎখাত করে ক্ষমতার দখল নেয় দেশটির সেনাবাহিনী। এরপরই ফুঁসে ওঠে সুদানের গণতন্ত্রপন্থী জনগণ। সোমবারও (৭ জানুয়ারি) রাজধানী খার্তুম ও ওমদুরমানসহ পুরো দেশে বিক্ষোভ মিছিল করে ক্ষুব্ধ জনগণ। তাদের লক্ষ্য করে গোলাবারুদ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগ পাওয়া গেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় দুই শতাধিক আন্দোলনকারী আহত হয়েছে বলে দাবি মানবাধিকার কর্মীদের।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply