Site icon Jamuna Television

কক্সবাজারে পিকআপ চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় মামলা দায়ের

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন, মামলা নং-১৫। 

আরও পড়ুন: বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরা হলো না ৫ ভাইয়ের

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে ঘাতক পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশ, তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে।

আরও পড়ুন: ৫ ভাইয়ের ঘাতক সেই পিকআপটি জব্দ করেছে পুলিশ


পুলিশ জানিয়েছে যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তার সুত্র ধরেই চালককেও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এসএইচ

Exit mobile version