আপাতত পিএসজি ছাড়ার চিন্তা করছেন না ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে প্রতিদ্বন্দ্বী দলের সাথেও কথা বলতে চান না বলে মন্তব্য করেছেন পিএসজির এই নাম্বার সেভেন।
আগামী জুনে পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। তাই চাইলে যে কোনো দলের সঙ্গেই কথা বলতে পারেন তিনি। যদিও জার্মান ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে রিয়ালের সাথে চুক্তি সেরে ফেলেছেন এমবাপ্পে। তবে সেই চুক্তি প্রকাশ করা হবে আগামী জুনে। যদিও এমবাপ্পে বলছেন এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টায় সফল হয় পিএসজি। বিপরীতে ১৮ কোটি ইউরোর প্রস্তাব দিয়েও খালি হাতে ফিরতে হয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। বছর ঘুরে আরও একটি গ্রীষ্মকালীন দলবদলে পাল্টাবে সেই দৃশ্যপট। অর্থাৎ, পিএসজি ছেড়ে রিয়ালে পাড়ি জমাবেন এই ফরাসি তারকা, আর সেটিও ফ্রি এজেন্ট হিসেবে। এমন দাবি করেছে জার্মান গণমাধ্যম বিল্ড। তারা জানিয়েছে, এরইমধ্যে সমঝোতা হয়েছে দু’পক্ষের মাঝে। রিয়ালে প্রতি মৌসুমে এমবাপ্পের বেতন হবে পাঁচ কোটি ইউরো।
আরও পড়ুন: বাবার মৃত্যুর খবর শুনেও মাঠ কাঁপিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো
Leave a reply