কৃষ্ণ সাগর অভিমুখে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার ছয়টি যুদ্ধজাহাজ নৌ মহড়ার জন্য ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি বলেছে, এটি তাদের পূর্ব পরিকল্পিত মহড়া।

গত মাসে রাশিয়া ঘোষণা দিয়েছিল, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাদের নৌবাহিনী সকল ফ্লিট প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পর্যন্ত ব্যাপক মহড়া করবে।

তুর্কি সূত্র জানিয়েছে, ছয়টি জাহাজ মঙ্গলবার এবং বুধবার তুরস্কের প্রণালি দিয়ে কৃষ্ণ সাগরে যাওয়ার কথা রয়েছে। জাহাজগুলির মধ্যে কোরোলেভ, মিনস্ক এবং কালিনিনগ্রাদ মঙ্গলবার বসফরাস থেকে রওনা দেবে। অন্যদিকে মরগুনভ, জর্জি পোবেডোনোসেটস এবং ওলেনিগর্স্কি গোর্নিয়াক বুধবার রওনা দেবে।

উল্লেখ্য, আইন অনুসরণ করে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে ন্যাটো সদস্য তুরস্ক প্রণালী বন্ধ করে দিতে পারবে।

আরও পড়ুন: ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার যেভাবে তথ্য হাতিয়ে নেয়

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply