আবারও পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা

|

ছবি: সংগৃহীত

আবারও পানির দাম বাড়াতে চায় ঢাকা ওয়াসা। এ জন্য সরকারকে ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে ঢাকা ওয়াসার পক্ষ থেকে। পানির ওপর সরকারি ভর্তুকি কমাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত ওয়াসার কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

সোমবার (৭ ফেব্রুয়ারি) ওয়াসার বিশেষ বোর্ড সভায় দাম বাড়ানোর পানির দাম প্রস্তাব তোলা হয়েছিল। এর আগে গত দুই বছরে দুইবার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেয়ার পর ১৩ বছরে ঢাকা ওয়াসার পানির দাম বেড়েছে ১৪ বার।

আরও পড়ুন: নরসিংদীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী খুন

বর্তমানে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে প্রতি ১ হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। ওয়াসার প্রস্তাব অনুযায়ী আবাসিকে এ দর ২১ টাকা ২৫ পয়সা করার কথা বলা হয়েছে। আর বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি এক হাজার লিটার পানির দাম বর্তমানে ৪২ টাকা। ওয়াসার প্রস্তাব অনুযায়ী, বাণিজ্যিক সংযোগে পানির দাম দাঁড়াবে ৫৮ দশমিক ৮ টাকা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দাম কার্যকর করতে চায় ঢাকা ওয়াসা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply