চাঁদপুরে আলুর আবাদ কম, লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা

|

চাঁদপুরে এ বছর অন্তত আড়াই হাজার হেক্টর জমিতে আলুর আবাদ কম হয়েছে। এ কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত ডিসেম্বর ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টিপাতে আলু আবাদে সমস্য তৈরি করেছে। যদিও কৃষকরা বলছেন, গত বছর আলুর দাম কম পাওয়ায় এবার অনেকেই এর আবাদ করেননি। আর তাই অনেক ফসলি জমি রয়ে গেছে অনাবাদি।

ভালো লাভের আশায় শীতের শুরুতে আলুর আবাদ করেছিলেন চাঁদপুরে কৃষক। কিন্তু ঘন কুয়াশা আর শীতে বিপাকে তারা। কৃষকরা বলছেন, ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে দুই দফা বৃষ্টিতে পানি জমে সবজি ক্ষেতে। এতে নষ্ট হয় আবাদ। বাধ্য হয়ে অনেকে আগেভাগে ফলন তুলে ফেলে, কম দামে বিক্রি করতে হয় আলু।

গত বছরও ন্যায্যমূল্য না পাওয়ায় অনেকে এই আবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ বছর অন্য ফসল ফলাচ্ছে চাষী। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে কৃষি অফিস।

চলতি বছর চাঁদপুরে সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদের আওতায় এসেছে ৭ হাজার ১৪০ হেক্টর জমি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply