মাদারীপুরে আলোচিত কৃষকলীগ নেতা হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যা মামলা রুজুর পর ২ আসামিকে গ্রেফতার করেছে কালকিনি থানা পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে তাদের গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার সময় নিহতর স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে ভোরে আলিনগর ইউনিয়নের রাজারচর গ্রাম থেকে অনুকুল মুন্সির ছেলে অসিম মুন্সি ও তমিজ উদ্দিনের ছেলে মকবুল আলিকে গ্রেফতার করা হয়। অন্য সব আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় ফাসিয়াতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন কালকিনি উপজেলা কৃষকলীগের কৃষি বিষয়ক সম্পাদক মানিক সরদার। হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের এই দুটি ঘটনার পরে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় একপক্ষ দোষারোপ করছে আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারকে। এই অভিযোগে গতকাল তার বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply