তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবকে গরু পাচার কাণ্ডে জেরার জন্য নোটিশ দিয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। নোটিশে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাকে কলকাতার সিবিআইয়ের কার্যালয় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। খবর ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের।
অনেকদিন ধরে তৃণমূল বিরোধীদের অভিযোগ ছিল, টালিউডে গরু ও বেআইনি কয়লা পাচারের টাকা বিনিয়োগ করা হচ্ছে। আর সেই টাকা ছবি প্রযোজনার কাজে ব্যবহার করে সাদা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি বিরোধীদের অভিযোগ, মুর্শিদাবাদের এক নেতার সঙ্গে টলিউডের এক প্রযোজকের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নায়ক দেবের বিরুদ্ধে স্পষ্ট ও নির্দিষ্ট কোনও অভিযোগ রয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। সিবিআই সূত্রে শুধু এটুকুই জানা গেছে, বেআইনি গরু পাচার কাণ্ডের তদন্তের সূত্রেই তাকে তলব করা হয়েছে। পাশাপাশি এও জানা গেছে, গরু পাচার কাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে যাদের জেরা বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা অনেকেই কোনো না কোনো প্রসঙ্গে দেবের নাম বলেছেন। এসব তথ্যকে সামনে রেখেই দেবকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিবিআই।
Leave a reply