পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানালেন ব্লিংকেন

|

ড. এ. কে. আব্দুল মোমেন। ফাইল ছবি

দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে এ আমন্ত্রণ দেন ব্লিংকেন।  এর আগে সর্বশেষ ২০২১ সালের জুনে যুক্তরাষ্ট্র সফর করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর গত বছরের ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে নিষেধাজ্ঞা দেয় মার্কিন রাজস্ব বিভাগ ও পররাষ্ট্র দফতর। এরপর ১৫ ডিসেম্বর অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ফোনালাপ শেষেই আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাঠানো ওই চিঠিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহবান জানানো হয়েছে বলে জানিয়েছিলেন ড. মোমেন।

জেডআই/ 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply