নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

|

ছবি: সংগৃহীত

একটি নতুন ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির সামরিক সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ১৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। খবর পার্স টুডের।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে খাইবার শেখান নামের এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। এটি মূলত তৃতীয় প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে খাইবার শেখান নামক এ ক্ষেপণাস্ত্র। জানা গেছে, ইরানে ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়েছে।

ইরানের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রার আঘাত হানতে পারে। আধুনিক নির্মাণশৈলীর কারণে ক্ষেপণাস্ত্রটির ওজন সমজাতীয় ক্ষেপণাস্ত্রের চেয়ে এক-তৃতীয়াংশ কম। এছাড়াও সমজাতীয় যেকোনো ক্ষেপণাস্ত্রের ছয় ভাগের এক ভাগ সময়ে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply