ওসি প্রদীপ ও লিয়াকতকে আনা হলো কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে

|

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) লিয়াকত আলীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি পার্ট-৪ এ আনা হয়েছে।

এর আগে ওসি প্রদীপ ও লিয়াকত কে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশ প্রিজন ভ্যানে করে বুধবার (০৯ ফেব্রুয়ারি) রাত ৮:২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাকর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: কারাগারের ডিভিশন বাতিল, কনডেম সেলে প্রদীপ ও লিয়াকত

প্রসঙ্গত, সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন আদালত। ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে নয়টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। 

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply