ইউরোপের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কা

|

ছবি: সংগৃহীত

রাশিয়া ইউরোপের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে, বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) শীর্ষ কর্মকর্তারা। খবর রয়টার্সের।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, সম্ভাব্য এ সাইবার হামলা রাশিয়ার তরফ থেকে চালানো হতে পারে এবং এ ব্যাপারে ইউরোপের বৃহৎ ব্যাংকগুলোকে সতর্ক থাকতে বলছে ইসিবি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, মহামারী চলাকালীন ছোটখাটো হামলা ঠেকানোর দিকেই মনোযোগ ছিল ইসিবির। তবে বর্তমান পরিস্থিতিতে বদলে গেছে দৃশ্য, ইউক্রেন-রাশিয়া উত্তেজনা শুরুর পর থেকেই বড় সাইবার হামলার ব্যাপারে সতর্ক আছে ইসিবি। এ সতর্কতার অংশ হিসেবেই গত মাসে ইউরোপের ব্যাংকগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তথ্য চেয়েছে ইসিবি। এরপর ব্যাংকগুলোর যেকোনো সাইবার হামলা ঠেকানোর সক্ষমতা পরীক্ষার জন্য সংস্থাটি মহড়াও চালিয়েছে বলে জানান ওই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply