ম্যাচজুড়ে প্রত্যাশিতভাবে বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখালেও আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি না ম্যানচেস্টার সিটি। তবুও ম্যাচশেষে জয়ের মুখ দেখেছে পেপ গার্দিওলার দল। ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়ে লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেছে ম্যান সিটি।
ইতিহাদে ম্যাচের শুরু থেকেই দাপট ছিল গার্দিওলার শিষ্যদের। গোলের জন্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। যেখানে ৪০ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। ৫৪ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন চেনসেলো। ৬৯ মিনিটে ব্রেন্টফোর্ডের গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে দলকে ২-০ গোলের জয় এনে দেন কেভিন ডি ব্রুইনা।
২৪ ম্যাচে ১৯ জয় ও ৩ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৬০। দুই ম্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সিটির সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে চেলসি। ৪০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড আছে চারে। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
Leave a reply