টেম্পার নয়, বল গ্রিপ করেছিলেন বলে বোপারার দাবি

|

বল টেম্পারিংয়ের অভিযোগে নিজের অবস্থান ব্যাখ্যা করছেন বোপারা। ছবি: সংগৃহীত

বল টেম্পারিং নয় বরং তা গ্রিপ করেছিলেন বলে জানিয়েছেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। সাবেক এই ইংলিশ তারকা দাবি করেন, তার নাকল বলকেই টেম্পারিং ভেবে ভুল হয়েছে।

রবি বোপারা আরও বলেন, ভেজা বলে নাকল ডেলিভারি করাটা বেশ কষ্টসাধ্য। তাই গ্রিপ করার জন্য সেরা জায়গাটাই খুঁজছিলেন তিনি আর তার হাত ও আঙুলের অবস্থান নিয়েই ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে বলে দাবি করেন এই ইংলিশ অলরাউন্ডার। বোপারা বলেন, নাকল বলে অনেকভাবেই বল গ্রিপ করা হয়। কিন্তু যে ধরনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেইভাবে বল করতে গেলে সুবিধাজনক গ্রিপ খুঁজে বের করতে হয়। আর তাতেই কোথাও একটা ভুল হয়েছে। এটা হতাশাজনক। কিছুই করার নেই। কারণ, এটাই জীবন।

এই দৃশ্য থেকেই এসেছে বল টেম্পারিংয়ের অভিযোগ।

গত সোমবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলে খুলনার বিপক্ষে ম্যাচে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার। সাথে সাথে বল পরিবর্তন এবং সিলেট সানরাইজার্সকে ৫ রান পেনাল্টি দেন ম্যাচ অফিসিয়ালরা। পাশাপাশি ম্যাচ ফির ৭৫ শতাংশ কেটে নেয়া হয় এবং রবি বোপারার নামের পাশে যুক্ত হয় ৩ ডিমেরিট পয়েন্ট।

আরও পড়ুন: বল টেম্পারিংয়ে দোষী প্রমাণিত বোপারা, গুনলেন জরিমানা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply