ব্যাটিং পরামর্শক হিসেবে সাফল্য এনে দিতে পারবেন সিডন্স: সুজন

|

ছবি: সংগৃহীত

ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্স বাংলাদেশে জাতীয় দলে সাফল্য এনে দিতে পারবেন। এমনটাই মনে করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। সেই সাথে তিনি বলেছেন, বোলিং কোচ নিয়ে তাড়াহুড়ো না করে চাম্পাকা রামানায়েকেকে দিয়েই আপাতত কাজ চালাবে বোর্ড।

সম্প্রতি বাংলাদেশের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও ব্যক্তিগত কারণেই প্রিন্স এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

ব্যাটিং পরামর্শকের দায়িত্ব নিয়ে জেমি সিডন্স বাংলাদেশে পা রাখার সাথে সাথে আরও একটা প্রশ্ন চাউর হয় ক্রিকেট পাড়ায়, কী হবে অ্যাশওয়েল প্রিন্সের ভাগ্যে? সিডন্স আর প্রিন্সের মাঝে কোনো সংঘাত হবে কিনা, সেই প্রশ্নটির জবাব তাই হয়তোবা মিললো প্রিন্সের পদত্যাগে। সিডন্স কাজ শুরুর আগেই প্রিন্স ছেড়ে দিলেন বাংলাদেশের দায়িত্ব। বিসিবির সাথে চুক্তির মেয়াদ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকলেও তার আগেই পদত্যাগ করছেন তিনি । তবে, ক্রিকেটীয় কোনো কারণ নয়, সম্পূর্ণ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন প্রিন্স। তার এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এর আগে, বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন ওটিস গিবসন। গত জানুয়ারি মাসের ২০ তারিখেই শেষ হয়ে গেছে এই ক্যারিবিয়ানের বাংলাদেশে দুই বছরের অধ্যায়। এরপর থেকে পেস বোলিং কোচের পদটি শূন্য পড়ে রয়েছে।

আরও পড়ুন: টেম্পার নয়, বল গ্রিপ করেছিলেন বলে বোপারার দাবি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply