বাংলাদেশে স্মার্ট গ্রিড উন্নয়নে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

|

স্মার্ট গ্রিড অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পাওয়ার সেলকে ১২ কোটি ৯০ লাখ টাকা কারিগরি সহায়তা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ)। পাশাপাশি আরো বেশি ব্যয়সাশ্রয়ী ও অভিঘাত সহনশীল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এ অনুদান দেয় ইউএসটিডিএ।

ইউএসটিডিএ এর ভারপ্রাপ্ত পরিচালক ভিনাই থুম্মালাপাল্লি বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের বৈদ্যুতিক গ্রিডের ব্যবস্থাপনা সুষ্ঠু হবে। আরো দক্ষ ও গতিশীল হবে বৈদ্যুতিক গ্রিড।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক বোস্টন কনসাল্টিং গ্রুপ এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, ইউএসটিডিএ উদীয়মান অর্থনীতির দেশগুলোতে অগ্রাধিকারমূলক অবকাঠামো প্রকল্পের জন্য মার্কিন পণ্য ও পরিষেবা রফতানির মাধ্যমে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply