মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধরা, চারিগ্রাম ও ধল্লা ইউনিয়ন থেকে ১১ শিশুসহ ২০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপারের কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার সকালে সিংগাইর নেওয়া হয়েছে আটককৃত রোহিঙ্গাদের। পরে পুলিশ প্রহরায় সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে রাখা হয় তাদের।
পুলিশ জানায়, সিংগাইরে রোহিঙ্গা প্রবেশের খবর পেয়ে উপজেলার চারিগ্রামের মাওলানা তাজুল ইসলামের বাড়ি থেকে নয় জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটকরা হল- ফয়েজুল ইসলাম (৩৫), আমেনা খাতুন (৭০), রাফিয়া বিবি (১৮), হাফসা বিবি (২৮), আরমান (৭), রুম্মান (৪), আবদুল হান্নান (৩), রুনাত (১) ও হাছিনা আক্তার (৭৩)। এদের ছয় নারীর মধ্যে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলেও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।
এ ব্যাপারে মাওলানা মো. তাজুল ইসলাম জানান, চারিগ্রাম ইউনিয়নের জাইল্যা গ্রামের আলমগীর হোসেনের মাধ্যমে ধল্লা ইউনিয়ন থেকে ওই নয় জন রোহিঙ্গা পরিবারসহ তার বাড়িতে আশ্রয় নিয়েছিল।
আটকরা মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার মন্ডুকাদের বিল গ্রাম থেকে তারা এসেছে বলে জানা গেছে।
/কিউএস
Leave a reply