হিজাব বা গেরুয়া উত্তরীয় পরে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না: কর্ণাটক হাইকোর্টের অন্তর্বর্তী আদেশ

|

ছবি: সংগৃহীত

হিজাব বা হিন্দু পুরুষদের গেরুয়া উত্তরীয় পরে আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না বলে জানিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতের অন্তর্বর্তী এক আদেশে এমন নির্দেশনা দেয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি আদালতে আলোচনাধীন রয়েছে। এ নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে, তা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের এমন পোশাক না পরার কথা বলেন আদালত। আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) এই ইস্যুতে আবারও শুনানি হবে।

এর আগে বুধবার (৯ ফেব্রুয়ারি) এই ইস্যুতে আদালতে শুনানি হয়। পরে এটিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। পূর্ণাঙ্গ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি রিতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত ও বিচারপতি জে এম খাজি।

এদিকে কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসাভরাজ বোম্বাই আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বলেছেন, দশম শ্রেণি পর্যন্ত সব ক্লাস আগামী ১৪ ফেব্রুয়ারি আবারও খুলবে। তবে এ সময় ধর্মীয় পোশাক পরে স্কুলে আসা যাবে না। একাদশ ও এর ওপরের শ্রেণির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply