সেনেগালের ইতিহাস সেরা র‍্যাঙ্কিং, আর্জেন্টিনার উন্নতি

|

ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাস সেরা ১৮তম অবস্থানে উঠে এসেছে সেনেগাল। তাদের আগের সেরা অবস্থান ছিল ২০তম। আর একধাপ এগিয়ে চারে অবস্থান আর্জেন্টিনার।

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে চিলি ও কলম্বিয়াকে হারায় মেসির আর্জেন্টিনা। চারে থাকা ইংল্যান্ডকে পেছনে ফেলেছে তারা। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই।

ক্যামেরুনের ওলেম্বে স্টেডিয়ামে গত রোববারের ফাইনালে মিশরকে টাইব্রেকারে হারিয়ে আফ্রিকান নেশন্স কাপ জেতে সেনেগাল। র‍্যাঙ্কিংয়ে আফ্রিকান দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে আছে তারা। ২০তম অবস্থান থেকে দুই ধাপ এগিয়ে ১৮ তে অবস্থান সেনেগালের। আফ্রিকার মহাদেশ সেরা প্রতিযোগিতাটির রানার্সআপ মিশর ১১ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছে। তৃতীয় হওয়া ক্যামেরুন ১২ ধাপ এগিয়ে ৩৮তম অবস্থানে।

আরও পড়ুন: দিয়াগো জটার জোড়া গোলে লিভারপুলের জয়

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply