মাদ্রিদ মহারণকে সামনে রেখে অনুশীলনে নেইমার

|

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন পিএসজি তারকা নেইমার। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম লেগের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

গত ২৮ নভেম্বরে লিগ ওয়ানে সাঁত এতিয়েনের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে চোট পান নেইমার। ওই চোটের পর ১২টি ম্যাচ মিস করেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে আগামী মঙ্গলবার রিয়ালের বিপক্ষে ঘরের মাঠে খেলবে পিএসজি। সেই ম্যাচকে সামনে রেখেই অনুশীলনে নেমেছেন নেইমার।

আরও পড়ুন: মদ্যপানে মারা যাবেন ভেবে ভয় পেতেন রুনি

নেইমার অনুশীলনে ফিরলেও কোচ মরিসিও পচেত্তিনো এখনই কিছু নিশ্চিত করে বলেননি। নেইমার ছাড়াও মাঠে ফেরার লড়াইয়ে আছেন ডিফেন্ডার সের্হিও রামোস। দুই সপ্তাহ আগে পায়ের পেশিতে চোট পান তিনি। এ কারণে রামোস খেলতে পারেননি পিএসজির সবশেষ দুটি ম্যাচ।

আরও পড়ুন: স্বস্তির জয় পেয়েছে আর্সেনাল


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply