ইসি গঠন: নাম প্রস্তাবের সময় শেষ হচ্ছে আজ

|

নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে দলীয় ও ব্যক্তিগত পর্যায়ে নাম প্রস্তাবের সময় শেষ হচ্ছে আজ।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টা পর্যন্ত সশরীরে বা অনলাইনে নাম জমা দেয়া যাবে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ ১০ জনের নাম প্রস্তাব করতে পারবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলেও পাঠানো যাবে।

এদিকে, ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাবের জন্য, শনি ও রোববার তিন দফায় বিশিষ্ট নাগরিকদের পরামর্শ নিবে সার্চ কমিটি। এরই মধ্যে ৬০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখে নিন যে সকল বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গত ৫ ফেব্রুয়ারি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। পরেরদিন প্রথমবারের মতো বৈঠকে বসে কমিটি। নির্বাচন কমিশন গঠন করতে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নামের সুপারিশ পাঠাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এই কমিটি।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি কেএম নুরুল হুদা নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বিদায় নিচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply