সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার এক দশক পেরিয়ে গেলেও হত্যা রহস্য উদঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সাংবাদিক নেতারা বলেন, এমন স্পর্শকাতর একটা হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া হতাশাজনক। মামলার তদন্ত প্রতিবদেন দেয়ার সময় বারবার পেছানোয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ বলেও জানান তারা। অবিলম্বে তদন্ত শেষ করে মামলার রায় দেয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছিলেন। হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যেই খুঁজে বের করা হবে হত্যাকারীকে। তবে ১০ বছর পেরিয়ে গেলেও মামলার ন্যূনতম অগ্রগতিও দেখতে পায়নি দেশবাসী। উল্টো পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময়।
Leave a reply