রাজধানীতে মাদক ও অস্ত্র ব্যবসার অন্যতম হোতা আব্দুল্লাহ মনির ওরফে পিচ্চি মনির এবং তার সহযোগীকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও নগদ অর্থসহ গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এক ব্রিফিংয়ে তাদের গ্রেফতারের কথা জানান। ব্রিফিংয়ে জানানো হয়, ২০১২ সাল থেকে কামরাঙ্গীরচর এলাকায় মনির ও তার জনৈক বন্ধু পার্টনারশিপে মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয়। প্রথমে স্থানীয় মাদক ডিলারদের কাছ থেকে অল্প অল্প করে মাদকদ্রব্য ক্রয় করে খুচরা মাদক সেবীদের কাছে বিক্রয় করতো তারা। ২০১৬ সালে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গে মাদক নেটওয়ার্ক তৈরি করে। এরপর টেকনাফ ও কক্সবাজার থেকে নিয়মিত মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করা হতো।
রাজধানীর হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১২ রাউন্ড তাজা গুলি, ১৮ হাজার ৭৭০ পিস ইয়াবা, ছয় গ্রাম আইস এবং মাদক বিক্রির নগদ ৪ লক্ষ ৬০ হাজার টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির মাদক ও অস্ত্র ব্যবসার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।
মনির জানায় সে ২০১৮ সাল থেকে অস্ত্র ব্যবসা শুরু করে। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের ৩টি মামলা আছে।
/এডব্লিউ
Leave a reply