করবস্থান ভেঙে দেয়ায় বিপাকে পড়েছে বলিভিয়ার লা পাজ শহরের বাসিন্দারা। প্রিয়জনদের দেহাবশেষ সংগ্রহ করতে সেখানে ভিড় করছেন তারা। বাড়ি ফিরছেন তারা লাশ নিয়ে। আর সেগুলো পুনরায় দাফন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এজন্য কর্তৃপক্ষের পরিকল্পনাহীনতাকে দুষছেন শহরবাসী।
হন্যে হয়ে লা পাজের মানুষ খুঁজে ফিরছে প্রিয়জনের দেহাবশেষ। সংস্কারের জন্য যেখানে গুড়িয়ে দেয়া হচ্ছে শত শত মানুষের কবর। কেউ বাবা, কেউ বা মায়ের দেহাবশেষের সন্ধানে জড়ো হচ্ছেন করবস্থানে। মাটির স্তূপে কেউ কেউ ধ্বংসাবশেষ খুঁজে পেলেও বেশিরভাগই ফিরছেন খালি হাতে। একজন বাসিন্দা বললেন, সবাই বাড়িতে নিয়ে যাচ্ছে লাশ। অনেকে আবার অন্য কবরস্থানে নিয়ে যাচ্ছে। লাশগুলো কমিউনিটি সেন্টারে নিয়ে জমা করছে।
সম্প্রতি বহু বছরের পুরনো এই কবরস্থান সংস্কারের সিদ্ধান্ত নেয় লা পাজ কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে স্বজনদের দেহাবশেষ সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। সংস্কার প্রকল্পের কাজ দ্রুত শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন স্বজনেররা। এমন একজন ভুক্তভোগী বলেন, আমার বাবার দেহাবশেষ এই ব্যাগের মধ্যে আছে। তার দাফনের জন্য এখন আমাকে একটা নতুন কবর খুঁজতে হবে। আপাতত দেহাবশেষটি বাড়িতে নিয়ে যাচ্ছি।
কবে নাগাদ সংস্কারকাজ শেষ হবে তা এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ, ফলে বিক্ষুব্ধ হয়েছে সাধারণ মানুষ।
আরও পড়ুন: মিলিয়ন ডলারের চিত্রকর্মে চোখ এঁকে চাকরি হারালেন নিরাপত্তাকর্মী
Leave a reply