Site icon Jamuna Television

রাজবাড়ীতে অস্ত্রসহ চরমপন্থি নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় চরমপন্থী সন্ত্রাসী বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রবি বিশ্বাস (২৫)কে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ এপ্রিল) রাতে পাংশা উপজেলার কলিমহর ইউপির হাটবনগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চরমপন্থী সন্ত্রাসী রবি বিশ্বাস হাটবনগ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

রাজবাড়ী ডিবি’র ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন ভূঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে পাংশার হাটবনগ্রামে অভিযান চালিয়ে চরমপন্থী সন্ত্রাসী বিপুল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রবি বিশ্বাসকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত চরমপন্থী সন্ত্রাসী রবি বিশ্বাসের বিরুদ্ধে পাংশা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

Exit mobile version