‘আগে ভোট পরে বউ’

|

ছবি: সংগৃহীত

ভারতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) লোকসভার ভোট হয়। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে জড়ো হয় ভোটাররা। আর এসকল ভোটারদের মধ্যে নজরে আসে বিয়ের সাজে দাঁড়িয়ে থাকা এক যুবক। শেরোয়ানি ও পাগড়ি পরে ভোট দেয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায় তাকে।

এএনআই’র প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের মোজাফফরনগরের ভোটার অঙ্কুর বলিয়ানের বিয়ের দিন বৃহস্পতিবার নির্ধারিত ছিল। এ দিনই উত্তর প্রদেশের লোকসভার প্রথম ধাপের নির্বাচন শুরু হয়। সচেতন নাগরিক অঙ্কুর বিয়ের আগে বরের সাজেই ভোট দিতে আসেন।

ভোট দেয়া শেষে সংবাদমাধ্যমকে তিনি বলেন, আগে ভোট, পরে বউ, তারপর অন্যসব কাজ। আর তার এই ভিডিও রীতিমত ভাইরাল হয় নেট দুনিয়ায়।

আরও পড়ুন: অ্যাকাউন্টে আসা ১৭ লাখে বাড়ি বানালেন কৃষক, ৬ মাস পরে ব্যাংক বললো ‘মিসটেক’!

প্রসঙ্গত, এই নির্বাচনে ৫৮টি আসনের বিপরীতে ৬২৩ জন প্রার্থী নির্বাচন করেছেন। উত্তর প্রদেশের ১১টি বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মার্চে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। সব মিলিয়ে এখানে ভোটার আছেন ২০ কোটি ২৮ লাখ। ১০ ফেব্রুয়ারি শুরু হওয়া এই নির্বাচন সাতটি ধাপে অনুষ্ঠিত হবে। ১০ মার্চ ভোট গণনা হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply