১১ বছর পর হারানো দাঁত ফিরে পেলেন এক ব্যক্তি

|

ছবি: সংগৃহীত

১১ বছর আগে হারিয়ে যাওয়া দাঁত ফিরে পেলেন একজন ব্রিটিশ নাগরিক। স্পেনের কর্তৃপক্ষ তাকে ওই নকল দাঁত ফিরিয়ে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালে স্পেনের বেনিডর্ম শহরে একটি রিসোর্টে পল বিশপ (৬৩) মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি একটি ডাস্টবিনে বমি করতে গেলে নকল দাঁতটি খুলে পড়ে যায়।

পল বিবিসিকে বলেন, আমরা যখন পরের বারে গেলাম, তখন আমার বন্ধু আমার দিকে ঘুরে জিজ্ঞেস করল আমার দাঁত কোথায়? পরে সেটিকে অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি। তবে উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টারের বাসিন্দা পল ১১ বছর পর তার দাঁত ফিরে পেয়ে হতবাক হয়েছেন।

আরও পড়ুন: সরকারি বাসে ওঠায় মোরগকে ৩০ রুপি জরিমানা ভারতে

পল আরও বলেন, একটি ময়লার ভাগাড়ে তার দাঁতগুলো পাওয়া যায়। পরে ডিএনএ সংগ্রহ করে ব্রিটিশ নাগরিকদের রেকর্ডসের সাথে মিলিয়ে তাকে খুঁজে বের করা হয়। এরই মধ্যে পল তার দাঁতের সাথে একটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন অবিশ্বাস্য।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply