Site icon Jamuna Television

টিকাসনদ থাকলে করোনা টেস্ট ছাড়াই প্রবেশ করা যাবে ফ্রান্সে

প্রতীকী ছবি।

টিকা নেয়া থাকলে করোনার নমুনা পরীক্ষা করাতে হবে না ফ্রান্সে পর্যটকদের। শুক্রবার এ নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। খবর দ্য ইনডিপেনডেন্ট’র।

বিবৃতিতে বলা হয়, এখন থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পেতে টিকা সনদই যথেষ্ঠ। যেকোনো দেশের নাগরিকদের বেলাতেই প্রযোজ্য হবে এ বিধি। যা কার্যকর হবে শনিবার থেকে। তবে যারা টিকা নেননি, তাদের বেলায় বাধ্যতামূলক থাকবে নমুনা পরীক্ষা।

গ্রিন লিস্টের তালিকায় থাকা দেশগুলো থেকে আগতরা করোনা নেগেটিভ হলে, কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে লাল তালিকাভুক্ত দেশ থেকে আসা পর্যটকদের রিপোর্ট নেগেটিভ হলেও, বাধ্যতামূলক হবে কোয়ারেন্টাইন। এছাড়া ফ্রান্স ভ্রমণের ক্ষেত্রে যৌক্তিক কারণও দেখাতে হবে তাদের।

Exit mobile version