ভিত্তি মূল্য ১ কোটি রুপি থাকলেও কোনো দলই বর্তমান টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার অফগানিস্তানের মোহাম্মদ নবিকে নিয়ে আগ্রহ দেখায়নি। তবে পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহে ও অবিক্রিত তালিকা থেকে আবারও তার ডাক উঠতে পারে।
বেঙ্গালুরুতে চলছে দু’দিনের নিলাম। এবার আট দল থেকে বেড়ে দশ দলে বেড়েছে টুর্নামেন্টের পরিধি। নিলামে ১৫ দেশের ৬০০ জনের জায়গা হয়েছে।
আরও পড়ুন: আইপিএলের নিলামে কেউ কিনলো না সাকিবকে
এখন পর্যন্ত হওয়া নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। কলকাতা নাইট রাইডার্স আইয়ারকে কিনে নিয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপিতে। এছাড়াও কাগিসো রাবাদাকে কিংস এলেভেন পাঞ্জাব কিনেছে ৯ কোটি ২৫ লাখ রুপিতে। এছাড়াও বিক্রি হয়েছেন শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন, প্যাট কামিন্স, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি ও ফাফ ডু প্লেসি।
নবি অবশ্য সান্ত্বনা খুঁজতে পারেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েডকে দেখে। আজকের নিলামে তাদেরকেও দলে টানতে আগ্রহ প্রকাশ করেনি কেউ।
আরও পড়ুন: আইপিএলের নিলামে অজ্ঞান হয়ে গেলেন সঞ্চালক!
/এনএএস
Leave a reply