প্রস্তাবিত সবার নাম প্রকাশ করুন: ডা. জাফরুল্লাহ

|

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

প্রস্তাবিত যাদের যাদের নাম এসেছে, তাদের সবার নাম প্রকাশ করুন। তাতে জনসাধারণ যেমন বুঝতে পারবে, আপনারাও দেখেশুনে বেছে নিতে পারবেন যোগ্য মানুষ। নির্বাচন কমিশন গঠনে প্রস্তাবিত নামগুলো প্রকাশের জন্য সার্চ কমিটির প্রতি আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা এর আগে ৫ জনের নাম প্রস্তাব করেছিলাম। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এম সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেছি। এছাড়া ইকবাল করিম ভূঁইয়া, বিচারপতি নাজমুন আরা, বদিউল আলম মজুমদার, সুলতানা কামালের নাম সদস্য হিসেবে আমরা প্রস্তাব করেছিলাম। যেহেতু ১০ জনের দেয়া যাবে, তাই আজ আমরা আরও ৩ জনের নাম বিবেচনায় নিতে বলেছি। তারা হচ্ছেন প্রাক্তন আইন সচিব কাজী হাবিবুল আউয়াল, শওকাত আলী এবং আরেকজন খালেদ শামস।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, বিএনপিসহ আরও কয়েকটি রাজনৈতিক দল আসেনি। তাদের আনার ব্যাপারে চেষ্টা করা উচিত। তাদের সরকার পরিবর্তনের আন্দোলন চলতে থাকুক। তবে সেই সাথে নির্বাচন কমিশনও লাগবে। নির্বাচন কমিশনে সৎ, সাহসী মানুষেরা না আসলে সরকার পরিবর্তন হবে না।

আরও পড়ুন: বিএনপির উচিত আলোচনায় যোগ দেয়া: ডা. জাফরুল্লাহ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply