রোববার এইচএসসি’র ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

|

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের ফল। এদিন বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্ধোধন করবেন। এরপর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে কিংবা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

ওয়েবসাইট:
শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট এবং সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইট www.educationboard.gov.bd এ প্রবেশ করে ফল জানা যাবে।

এসএমএস:
যারা মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক, তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। খুদেবার্তায় HSC< >Board name (First 3 letter) <> Roll<>2021 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফল পৌঁছে যাবে।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়। এবার তাতে ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী অংশ নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply