ঢাকায় করোনা শনাক্তদের মধ্যে ৯২ শতাংশের শরীরেই ভাইরাসটির ওমিক্রন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা সংস্থা, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। বাকি ৮ শতাংশের শরীরে মিলেছে করোনাভাইরাসের ডেলটা ধরন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। তাতে বলা হয়, গত ১৫-২৮ জানুয়ারি পর্যন্ত আইসিডিডিআর,বি এর ভাইরোলজি ল্যাবরেটরিতে ২৪ জন কোভিড আক্রান্তের নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। আরও বলা হয়, ওমিক্রন ধরনের দুইটি উপধারা পাওয়া গেছে। এরমধ্যে ৮৬ শতাংশই বিএ২, বাকি ১৪ শতাংশ বিএ১ ধরন।
উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশে দু’জন নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন ধরন পাওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুইজনেই জিম্বাবুয়ে থেকে ফিরেছিলেন। এরপর থেকে বাংলাদেশে ওমিক্রন শনাক্তের হার বাড়তে থাকে।
Leave a reply