আইপিএল নিলাম; প্রথম দিনে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন যারা

|

ছবি: সংগৃহীত।

আইপিএলের ২০২২ সালের আসরের মেগা নিলামের প্রথম দিন শেষ হয়েছে। রোববারের (১২ ফেব্রুয়ারি) এ নিলামে ১০ কোটি রুপি বার তার বেশি পেয়েছেন ১০ জন ক্রিকেটার। যেখানে সবচেয়ে বেশি দাম উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্সেই যোগ দেয়া ইশান কিশানের।

ব্যাপক লড়াইয়ের পর ইশানকে ১৫.২৫ কোটি রুপিতে দলে ভেড়ায় মুম্বাই। এর আগের মৌসুমেও দলটির হয়ে খেলেন তরুণ এ উইকেটকিপার।

প্রথম দিনের নিলামে ইশানের পরই সর্বোচ্চ দাম উঠেছে পেসার দীপক চাহারের। তিনিও ফিরেছেন নিজের পুরানো দলে। ১৪ কোটি রুপিতে তাকে দলে প্রত্যাবর্তন করায় চেন্নাই সুপার কিংস। তবে আগের ক্লাব দিল্লিতে এবার খেলা হচ্ছে না শ্রেয়াস আইয়ারের। কলকাতা নাইট রাইডার্স আইয়ারকে কিনে নিয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপিতে। দলটির অধিনায়কও হতে পারেন সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ পারফর্ম করা আইয়ার।

১০.৭৫ কোটি রুপি করে পেয়েছেন চার ক্রিকেটার। তারা হলেন- হার্ষাল প্যাটেল (বেঙ্গালুরু), নিকোলাস পুরান (হায়দ্রাবাদ), ওয়ানিন্দু হাসারাঙ্গা (বেঙ্গালুরু) এবং শার্দূল ঠাকুর (দিল্লি)।

১০ কোটি রুপিতে বিক্রি হয়েছেন আরও তিন ক্রিকেটার। আগেরবারে কলকাতায় খেলা প্রসিদ কৃষ্ণ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। লকি ফার্গুসন খেলবেন গুজরাট লায়ন্সের হয়ে। আগের মৌসুমে দিল্লির হয়ে দারুণ বল করা আবেশ খান যোগ দিয়েছেন নতুন দল লখনৌতে।

আরও পড়ুন: প্রতি বলে ২ লক্ষাধিক টাকা পাবেন রাবাদা

বেঙ্গালুরুতে চলছে আইপিএলের নিলাম। দুইদিনের এই নিলামের প্রথম দিন আজ। এবার আট দল থেকে বেড়ে দশ দলে বেড়েছে টুর্নামেন্টের পরিধি। নিলামে ১৫ দেশের ৬০০ জনের জায়গা হয়েছে।

প্রথম দিনেই নানা ঘটনাই আলোচনায় চলে এসেছে নিলাম অনুষ্ঠান। প্রথম দিনেই অবিক্রিত রয়ে গেছেন বিপিএলে দারুণ ফর্মে থাকা সাকিব আল হাসান। অবিক্রিতদের তালিকাতে রয়েছেন আরও অনেকেই। বর্তমানে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অল রাউন্ডার মোহাম্মদ নবিকেও প্রথম দিনের নিলামে কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। অবিক্রিতদের তালিকায় আরও আছেন দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার, অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ, ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না, অস্ট্রেলিয়ার ম্যাথিউ ওয়েড।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply