বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট, কাউন্সিলরদের কাজ চলে চায়ের দোকানে

|

দশ বছর আগে বরাদ্দ হয়েছে, টাকাও তোলা শেষ। শুধু কাজের কাজটাই হয়নি। পৌরসভার নিজস্ব ভবন নির্মাণের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটায়।

বাইরে যতটা ফিটফাট ভেতরটা ততটাই জরাজীর্ণ এই ভবনের। প্রতিষ্ঠার ৩০ বছরেও নিজস্ব ভবন পায়নি বরগুনার পৌরসভা। তাই কাউন্সিলরদের কাজকর্ম চলে চায়ের দোকানে।

কেন এতদিনেও একটি ভবন বা জমি পেল না পৌরসভা? তা জানতে চেয়ে একজন কাউন্সিলর মেয়রসহ সংশ্লিষ্ট ৭ জনকে উকিল নোটিশও পাঠিয়েছেন। তার দাবি ১০ বছর আগে পৌর ভবনের জন্য বরাদ্দ ৫০ লাখ টাকা লোপাট করা হয়েছে।

পাথরঘাটা পৌরসভার হিসাবরক্ষক বেলায়েত হোসেন বলেন, টাকা উত্তোলন হয় ২০১১-১২ সালে। সেসময় মেয়রের দায়িত্বে যিনি ছিলেন তিনি মারা গেছেন। বর্তমান মেয়রের দাবি বরাদ্দে পুরো টাকাই আছে, পৌরভবনের জন্য খোঁজা হচ্ছে জমি।

নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থার আওতায় ১৯৯০ সালে পাথরঘাটা পৌরসভার যাত্রা শুরু। শুরুতে এটি তৃতীয় শ্রেণির অন্তর্ভূক্ত হলেও পরে উন্নীত হয় দ্বিতীয় শ্রেণিতে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply