দু’দিনের বৃষ্টিতেই সব শেষ। নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ও হাঁসাইগাড়ি ইউনিয়নের ৪ টি মাঠের ফসল এখন পানির নিচে। নষ্ট হয়ে গেছে ধানক্ষেত। অসময়ের বৃষ্টিতে নওগাঁয় কয়েকটি ফসলের মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে সদ্য রোপণ করা ইরি-বোরো ধান ক্ষেত। এতে চরম হতাশায় পড়েছেন চাষিরা। ঘুরে দাঁড়াতে সহযোগিতা না পেলে মূলধন হারিয়ে নিঃস্ব হবেন অনেকেই।
মাঠের অতিরিক্ত পানি নিষ্কাশনে আছে খাল। কিন্তু সংস্কার করা হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এবারও তাই হয়েছে। ক্ষতির শিকার প্রায় ১৫ হাজার কৃষক।
আরও পড়ুন: গাইবান্ধায় পাঁচ পা নিয়ে বাছুরের জন্ম
কৃষি বিভাগ বলছে- ডুবে যাওয়া অধিকাংশ ফসলই নষ্ট হয়েছে। নতুন করে চারা রোপণ করতে হবে। ক্ষতিগ্রস্ত চাষিদের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। উৎপাদনে আবারও ঘুরে দাঁড়াতে সার, বীজ ও আর্থিক সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত কৃষক।
/এনএএস
Leave a reply