বউমার প্রতি স্নেহের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক শ্বশুর। জীবন বিপন্ন পুত্রবধূর পাশে দাঁড়ালেন তিনি। নিজের একটি কিডনি দিয়ে বাঁচালেন তরুণী পুত্রবধূর জীবন। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের জালনা জেলায় এই ঘটনা ঘটে। স্থানীয় মেডিকভার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রবধূকে কিডনি দেন তার শ্বশুর।
ওই হাসপাতালের প্রধান নেহা জৈন এক বিবৃতিতে জানান, ছয় মাস আগে ২৫ বছর বয়সী ওই তরুণীর কিডনির সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন: ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দান, ১ মাস পরেই ব্রেকআপ
শিলং টাইমসের প্রতিবেদনে বলা হয়, তার নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ডায়ালাইসিসের প্রয়োজন ছিল। তবে তার অবস্থার দেখে কিডনি বিশেষজ্ঞ শচীন সোনি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু কোনো ডোনার না পাওয়ায় কিডনি প্রতিস্থাপন করা যাচ্ছিল না।
এই অবস্থায় পুত্রবধূর জীবন বাঁচাতে এগিয়ে আসেন শ্বশুর। পুত্রবধূর জীবন বাঁচাতে স্বেচ্ছায় এগিয়ে আসেন তিনি। নিজের কিডনি দিয়ে বাঁচান পুত্রবধূর জীবন। কিডনি প্রতিস্থাপনের পর শ্বশুর আর পুত্রবধূ দু’জনই সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
/এনএএস
Leave a reply