দুই শিশু আপাতত জাপানি মায়ের কাছেই থাকবে

|

ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা জাপানি নাগরিক নাকানো এরিকোর কাছে থাকবে, এমনটাই রায় দিয়েছেন আপিল বিভাগ। পাশাপাশি শিশুদের চূড়ান্ত জিম্মার বিষয়টি ৩ মাসের মধ্যে পারিবারিক আদালতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে দুই শিশুকে বাবার জিম্মায় রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে সে রায় বাতিল করে রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ শিশুদের মায়ের কাছে রাখার আদেশ দেন।

সর্বোচ্চ আদালত এই দুই শিশুর জিম্মার নিয়ে বিরোধের বিষয়টি আগামী ৩ মাসের মধ্যে ঢাকার ২য় অতিরিক্ত পারিবারিক আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। এই সময় পর্যন্ত শিশুরা মায়ের কাছেই থাকবে। তবে বাবা সুবিধাজনক সময়ে শিশুদের সাথে দেখা করতে পারবে। এই সময়ে শিশুদের নিয়ে দেশের বাইরে না যাওয়ারও নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply