ডিজিটাল বাংলাদেশের কারণেই করোনাকালে অর্থনীতি সচল: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় করোনা মহামারিতে দেশের অর্থনীতি সচল আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’-এ অংশগ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশের সমুদ্রসীমার বিষয়ে উদ্যোগ নিলেও ‘৭৫ পরবর্তী কোনো সরকার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অধিকারের কথা তুলে ধরেনি। সমুদ্রসীমার মাধ্যমে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সমুদ্রের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বানও জানান তিনি। শেখ হাসিনা, মেরিন ক্যাডেটদের সততা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, কুচকাওয়াজে অংশ নেন ৩৫৯ জন মেরিন ক্যাডেট। তাদের সনদ দেয়ার পাশাপাশি শ্রেষ্ঠ ক্যাডেটদের দেয়া হয় বিসিএস পদক ও রাষ্ট্রপতি গোল্ড মেডেল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply