Site icon Jamuna Television

নিখোঁজ জাপানি বিমানের পাইলটের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

গত দুই সপ্তাহ আগে জাপানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে রাডার থেকে উধাও হয়ে যায় একটি যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানের এক পাইলটের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আরেক পাইলট এখনো নিখোঁজ রয়েছেন। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) জাপানের বিমানবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়।

দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, গত ৩১ জানুয়ারি জাপানের এফ-১৫ বিমানটি উড্ডয়নের পরে কোমাতসু কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

আরও পড়ুন: কানাডায় আন্দোলন অব্যাহত: নিয়ন্ত্রণে চলছে ধরপাকড় ও জরিমানা

জাপানের বিমানবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, জাপান সাগরের অদূরে মধ্য ইশিকাওয়া অঞ্চলের কোমাতসু বিমানঘাঁটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি নিখোঁজ হয়। জাপান বিমান বাহিনীতে দুর্ঘটনার ঘটনা খুব বিরল। ২০১৯ সালে পাইলটের ভুলের কারণে জাপানে এফ-৩৫এ বিমানটি বিধ্বস্ত হয়।

/এনএএস

Exit mobile version