আশা করছি চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশা করছি এ মাসের শেষের দিকে করোনা পরিস্থিতির উন্নতি হবে। তখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও খুলে দেয়া যাবে। এর জন্য সারাদেশে পুরোদমে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জেনে নিন এইচএসসি ও সমমানের ফল।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানের বক্তব্যে মহামারির সময়ে দ্রুত ফলাফল প্রকাশ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন,শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতেই দেশব্যাপী টিকা কার্যক্রম চালানো হচ্ছে। যারা এখনও টিকা গ্রহণ করেননি তাদের দ্রুতই টিকা নেবার পরামর্শ দেন শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি। তবে আশা করছি এই মাসের শেষের দিকেই অবস্থার উন্নতি হবে। সেই সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply