যুক্তরাষ্ট্রে আটকে থাকা পুরো অর্থ ফেরত চান আফগানরা

|

যুক্তরাষ্ট্রে থাকা আফগানিস্তানের ৭০০ কোটি ডলারের অর্ধেক অর্থ, নাইন ইলেভেনের হতাহতদের দেয়ার ঘোষণায় বিক্ষোভ হয়েছে আফগানিস্তানে। খবর বার্তা সংস্থা এপি’র।

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানী কাবুলে বেশ কিছু মানুষ জমায়েত হয়ে অংশ নেন বিক্ষোভে। এ সময় পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে মানবিক সহায়তার কাজে ব্যয়ের দাবি জানান তারা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তকে নৈতিক অবক্ষয় হিসেবে আখ্যা দেন বিক্ষোভকারীরা। ২০ বছরের যুদ্ধে নিহত আফগানদের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানানো হয়।

গেল বছর আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে জমা থাকা আফগানিস্তানের ৭০০ কোটি মার্কিন ডলার আটকে দেয় যুক্তরাষ্ট্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply