‘চলতি বছরই কমতে পারে করোনার তীব্রতা’

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম।

বিশ্বের ৭০ ভাগ মানুষকে টিকাদানের আওতায় আনতে পারলে চলতি বছরই কমতে পারে করোনা মহামারির তীব্রতা।

দক্ষিণ আফ্রিকার ‘বায়োলজিকস এন্ড ভ্যাকসিন’ প্রতিষ্ঠান সফরকালে এ মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। কোম্পানিটি প্রথম এমআরএনএ ভিত্তিক করোনা টিকা উৎপাদন করতে যাচ্ছে। নভেম্বরে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তৈরি হতে পারে ভ্যাকসিনটি।

ধারণা করা হচ্ছে, এটি ২০২৪ সাল নাগাদ ব্যবহারের ছাড়পত্র পাবে। আধানম বলেন, স্বার্থান্বেষী মহলের টিকা বাণিজ্যের কারণেই সুযোগ বঞ্চিত হচ্ছেন অনেকে। আবারও ভ্যাকসিনের অসম বণ্টন বন্ধ করার আহ্বান জানান তিনি। হিসাব অনুসারে, আফ্রিকা মহাদেশের মাত্র ১১ শতাংশ মানুষ পেয়েছেন করোনা টিকা। যা গোটা বিশ্বের মধ্যে সর্বনিম্ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply