ভূমধ্যসাগর থেকে উদ্ধার প্রায় ৩০০ অভিবাসন প্রত্যাশী

|

ছবি: সংগৃহীত।

ভূমধ্যসাগর থেকে আরও ২৯০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে স্প্যানিশ কোস্টগার্ড। দেশটির ক্যানারি দ্বীপপুঞ্জে প্রবেশের চেষ্টা করছিল দলটি। ছয়টি ডিঙ্গি নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল তারা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিমানে টহলরত কোস্টগার্ড সদস্যদের নজরে পড়ে নৌকাগুলো।

অভিবাসন প্রত্যাশীদের দু’টি জাহাজের মাধ্যমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গ্র্যান ক্যানারিয়া দ্বীপে। গত কয়েক বছরে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের অন্যতম প্রধান রুট হয়ে উঠেছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।

গত বছর রেকর্ড ২৩ হাজারের বেশি অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছে অঞ্চলটিতে। ২০২১ সালে স্পেনে যাওয়ার চেষ্টার সময় ২ শতাধিক শিশুসহ নিখোঁজ হয় প্রায় সাড়ে চার হাজার মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply