সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট দেরি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট দেরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন শিগগিরই জমা দেয়া হবে। সরকার বসে নেই, কাজ চলছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাগর-রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে স্মারকলিপি দেন ঢাকা রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,মহামান্য আদালত র‍্যাবকে দায়িত্ব দিয়েছেন। সাগর-রুনি হত্যার মামলা সমাধানে তদন্ত সংস্থা কাজ করছে।

এ সময় ঢাকা রিপোর্টাস ইউনিটির নেতৃবৃন্দ বলেন, এক দশক হয়ে গেলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply