খুলছে শাবিপ্রবির আবাসিক হল, ক্লাস শুরু সোমবার

|

ছবি: সংগৃহীত।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হল সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে সোমবার থেকে অনলাইনেই শুরু হবে পাঠদান কার্যক্রম। রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতটায় শুরু হওয়া জরুরি ভার্চ্যুয়াল সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনির নির্দেশনার পর বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা দূর করতে পুনরায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সিন্ডিকেটের সদস্যরা।

এর আগে গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিজ বাসভবনে জরুরি সিন্ডিকেট সভা ডেকে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টাকলের জন্য বন্ধের ঘোষণা দেন। এর ২৮ দিন পর হওয়া সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হলো এবং এর মাধ্যমে ২৭ দিন পর দাফতরিক কাজ শুরু করেছেন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply