ইউক্রেনে ফ্লাইট বন্ধের পরিকল্পনা ইউরোপীয় দেশগুলোর

|

রাশিয়ার হামলা আতঙ্কে ইউক্রেনে ফ্লাইট চলাচল স্থগিত করছে বেশকিছু ইউরোপীয় বিমান পরিবহন প্রতিষ্ঠান। রয়টার্সের একটি খবরে জানানো হয়েছে এমন তথ্য।

জার্মান এয়ারলাইন্স লুফথানসা বিবৃতি দিয়েছে, চলমান পরিস্থিতি দেখে খুব শিগগিরই এই রুটে বিমান চলাচলের ব্যাপারে তারা সিদ্ধান্ত জানাবে। ডাচ-ফরাসি বিমান পরিবহন কোম্পানি কেএলএম বলছে, দুয়েকদিনের মধ্যেই বন্ধ হবে ফ্লাইটের চলাচল।

এ পরিস্থিতিতে রোববার (১৩ ফেব্রুয়ারি) ইউক্রেন প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, রাশিয়ার চাপের মুখে আকাশসীমা বন্ধের কোনো পরিকল্পনা নেই। ২০১৪ সালে অঞ্চলটিতে সংঘাত চলাকালে মিসাইল ছুঁড়ে ভূপাতিত করা হয় মালয়েশিয়ান বিমান এম এইচ সেভেনটিন। প্রাণ হারিয়েছিলেন ২৯৮ আরোহী। ভয়াবহতার যেন পুনরাবৃত্তি না হয়,সেই আতঙ্ক থেকেই ফ্লাইট বন্ধের এ পরিকল্পনা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply